স্টাফ রিপোর্টার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর যৌথ অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আলোচিত জোড়া হত্যা মামলার ২ জন এজাহারনামীয় আসামীকে ঢাকার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি-৩), মেহেরপুর এবং র্যাব-৪, সদর কোম্পানি, মিরপুর, ঢাকার একটি যৌথ দল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে, অধিনায়ক র্যাব-১২ এর দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে প্রথম অভিযান চালিয়ে দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে শরিফুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই থানার গাবতলী গরুর হাট এলাকায় রাত ১১টা ৩৫ মিনিটে অপর আসামী জসিম উদ্দিন (৩২) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত দু’জনই জীবননগর থানার উথলী (বড় মসজিদপাড়া) গ্রামের সইদার হোসেনের ছেলে। র্যাব জানায়, তারা জীবননগর থানার মামলা নং-১৭, তারিখ গত ২২ সেপ্টেম্বর ২০২৫ এর এজাহারনামীয় আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, হত্যাকাণ্ডের পর থেকে তারা এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিল। র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে জীবননগরের উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত. খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫) নামে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
জীবননগরে জোড়া হত্যা মামলার ২ আসামী ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার
