জীবননগরে বীর মুক্তিযোদ্ধা সদর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জীবননগর অফিস

জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সদর আলীর(৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সদর আলী মনোহরপুর গ্রামের শিমুলতলা পাড়ার মৃত আতর আলীর ছেলে।

বুধবার বিকাল সাড়ে ৩টায় শিমুলতলা পাড়ার ঈদগাহ ময়দানে বীর মুক্তিযোদ্ধা সদর আলীর জানাযার নামাজের সময় তার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সাইন্স হতে আগত পুলিশের একটি টিম রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালামী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. আতিয়ার রহমান সহ অনেকে। উপস্থিত সদস্যরা বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধার দাফনকাজ সম্পন্ন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *