জীবননগরে ভেজাল সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদণ্ড

জীবননগর অফিস

জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ী কে ২৫ হাজার টাকা  অর্থদণ্ড করা হয়েছে। বুধবার বিকালে জীবননগর পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা যায়, বুধবার বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঁকা আশতলা পাড়ার মোড়ে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে ন্যাপ্রো কোম্পানির ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অপরাধে মেসার্স শহিদুল ট্রেডার্সের সত্ত্বাধিকারী শহিদুল ইসলাম কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় দোকানে পাওয়া ৬৫০ বস্তা নিম্নমানের দস্তা সার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। জীবননগর থানা পুলিশের সহযোগীতায় অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহা আলম সহ অনেকে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সকল ব্যবসায়ীদেরকে সতর্ক করেন এবং ভেজাল ও নিম্নমানের সার ও কীটনাশক বিক্রি না করার পরামর্শ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *