মেহেরপুর অফিস
দুর্নীত, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধ ও রোগীবান্ধব হাসপাতাল নিশ্চিতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমুল হোসেন মিন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান লিটন, শেখ শাপলা, খন্দকার মুইজ, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম, জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গত সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ফরজ আলী (৬৫) নামের এক রোগী স্ট্রোকজনিত কারণে ভর্তি হন। আধাঘন্টা অতিবাহিত হলেও রোগীর কোন চিকিৎসা শুরু করেনি কর্তব্যরত চিকিৎসক। পরে রোগীর চিকিৎসাপত্র দিয়ে পাঠানো হয় পুরুষ বিভাগে। সেখানেও একই অবস্থায় পড়তে হয় রোগীর স্বজনদের। সব মিলিয়ে চিকিৎসা পেতে পার হয় দেড় ঘন্টা। দুপুর ১২ টার দিকে মারা যান ফরজ আলী।
তারা আরো বলেন, দ্রুত ফরজ আলীর চিকিৎসা শুরু করতে পারলে হয়তো তিনি বেঁচে যেতেন। সম্প্রতি বেশ কয়েকজন নতুন চিকিৎসক হাসপাতালে যোগদান করলেও তাতেও কেনা লাভ হয়নি। ইমারজেন্সি বিভাগে চিকিৎসা দেয় মেডিকেল অ্যাসিটেন্ট। আর মেডেকেল অফিসারা থাকেন এসির মধ্যে। তারপরও কোন পদক্ষেপ নেননা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শাহারিয় শায়লা জাহান।
এছাড়াও বক্তারা আরো অভিযোগ করেন, তত্বাবধায়ক শয়লা জাহান এখানে আসার থেকেই নানা অব্যবস্থাপনা শুরু হয়েছে। এছাড়ও তার বিরদ্ধে ঔষুধ ক্রয় থেকে শুরু করে প্রতিটি কেনাকাটায় দূর্ণীতির অভিযোগ রয়েছে। তারপরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়না। এছাড়া হাসপাতালে সমস্যার কথা তাকে বলতে গেলেই তার বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন তিনি। দ্রুত তাকে এই হাসপাতাল থেকে অপসারণ করা না হলে ভেঙ্গে পড়বে চিকিৎসা সেবা।