স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে বিনাপাসপোর্টে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৩টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়াও আরো ৩টি অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, ভায়াগ্রা, গাঁজা ও মদ মাদক উদ্ধার করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
৫৮ বিজিবি জানায়, গত রবিবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার ৭৩/১-এস এর নিকট হালদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪৫ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বেলা দেড় টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার ৬৯/এমপি এর নিকট ডাংগাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৮০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গতকাল সোমবার ভোর রাত ৫ টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার ৭৫/৩-এস এর কাছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে রবিবার বেলা সাড়ে ৩টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/১৫১-আর এর নিকট শ্রীনাথপুর গ্রামে নায়েক মোঃ ফরিদ বিশ্বাসের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জনকে আটক করা হয়। আটক মোঃ রিপন হোসেন (৩৮) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পদ্মপুকুর উত্তরপাড়া গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে। একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে নায়েব সুবেদার মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক বিপ্লব রায় (৩০) বাগেরহাট জেলার মোংলা থানার শেহলবুনিয়া গ্রামের নারায়ণ রায়ের ছেলে। এদিকে গতকাল সোমবার বেলা ১২টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/১০৫-আর এর কাছে খোসালপুর গ্রামে হাবিলদার মোঃ গোলাম মাওলার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।