মেহেরপুরে স্কুল-কলেজে শিক্ষকদের কর্মবিরতি ॥ ভোগান্তিতে শিক্ষার্থীরা  

মেহেরপুর অফিস

ঢাকায় আন্দোলরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে প্রতিবাদ করছে শিক্ষকরা। সোমবার সকালে বিদ্যালয়ে আসলেও পাঠদান না হওয়ায় অলস সময় পার করছেন শিক্ষার্থীরা। তবে বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়া বড়ই বিড়ম্বনা।

এসএসসি পরীক্ষার্থীরা জানান, সামনে আমাদের এসএসসি পরীক্ষা। টেস্ট পরীক্ষার জন্য চুড়ান্ত প্র¯‘তি চলছে। এ অবস্থায় তারা সিলেবাস কমপ্লিট করতে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এসএসসির এই ব্যাচের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণিতে থাকা অবস্থায় করেনা মহামারির কবলে পড়েছিল। নবম শ্রেণিতে পড়েছিল নতুন কারিকুলামের বেড়াজালে। এবার এসএসসি পরীক্ষার আগে শিক্ষকের আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে তারা। এদিকে সকাল থেকে শিক্ষকরা শ্রেণি কক্ষে না যাওয়ায় অনেক ছাত্র-ছাত্রী বাড়ি ফিরে গেছে। কবে নাগাদ পাঠদান শুরু হবে তাও নিশ্চিত নয়। স্যাররা স্কুল ছুটি দেয়নি অথচ পাঠদান বন্ধ থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু জানান, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের দাবী না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *