জীবননগর অফিস
জীবননগর শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির একমাত্র অভিভাবক সদস্য নাজমুর সবুরকে কর্মযজ্ঞের বাইরে রাখার অভিযোগ। বিদ্যালয়ের নির্বচনের বিষয়ে তিনি জানেনা কোনকিছু।
জীবননগর উপজেলার শহরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান শাপলাকলি আদর্ম মাধ্যমিক বিদ্যালয়। পরিচালনা পর্ষদের মাধ্যমেই বিদ্যালয়টি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। জুলাই বিপ্লবের পর সারাদেশের ন্যায় এ স্কুলের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। যশোর শিক্ষা বোর্ডের আদেশে গঠিত হয় এডহক কমিটি।
স্কুলের প্রধান শিক্ষক মো. বাকী বিল্লাহ দৈনিক আজকের চুয়াডাঙ্গাকে জানান, গত বছরের ৫ আগস্টেও পর স্কুলের নিয়মিত কমিটি বোর্ড কর্তৃক বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ৮ মে ২০২৫ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয় পরিচালানার জন্য চার সদস্যের এডহক কমিটির অনুমোদন প্রদান করেন। এডহক কমিটির সভাপতি হিসেবে মো. ইয়াদুল ইসলাম, সম্পাদক প্রধান শিক্ষক মো. বাকী বিল্লাহ, শিক্ষক প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মঈন ও অভিভাবক প্রতিনিধি মনোনীত হন নাজমুর সবুর। এডহক কমিটি গঠনের পর হতে মোট ৫টি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বও ২০২৫ তারিখে সর্ব শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা অনুষ্ঠানের আগে সকল সদস্যকে নোটিশ অথবা মোবাইল ফোনের মাধ্যমে সভার বিষয়ে জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির একমাত্র অভিভাবক সদস্য নাজমুর সবুর অভিযোগ করে বলেন, আমি এডহক কমিটির একমাত্র অভিভাবক সদস্য। মিটিং এর বিষয়ে আমাকে জানানো হয়না। এক নেতার আত্মীয় এডহক কমিটির সভাপতি। আমকে একটা মাত্র মিটিং এ ডাকা হয়েছে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বচন হচ্ছে এ বিষয়েও আমাকে জানানো হয়নি।
প্রধান শিক্ষক মো. বাকী বিল্লাহ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারী করা হয়। বিজ্ঞপিÍতে বলা হয় ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সকল বিদ্যালয়ে নিয়মিত কমিটি গঠন করতে হবে। ১ ডিসেম্বর ২০২৫ তারিখের পর দেশের সকল শিক্ষ প্রতিষ্ঠানের এডহক কমিটি অটো বাতিল হয়ে যাবে। যে কারণে আমরা দ্রুত সভা করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। নির্বচনের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সৈযদ আব্দুল জব্বার।
জীবননগর শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনের পিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সৈযদ আব্দুল জব্বার জানান, শাপল কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বচনের তফষিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
অক্টোবরের ৫ হতে ৭ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র ক্রয ও জমাদান, ৯ অক্টোবর মনোনয়ন বাছাই, ১২ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার এবং ১২ অক্টোবর বিকাল ৪টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে ৮ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, মো. আরিফুল ইসলাম, আল হাসান মো. আবু তালেব, জাহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন মুকুল, মো. আনোয়ারুল ইসলাম, মো. ওবাইদুল হক, মো. মিজানুর রহমান ও মো. হাফিজুর রহমান। মোট ৪৯৭ জন ভোটার ২৬ তারিখে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টাথেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে।