চুয়াডাঙ্গার কুতুবপুর ও আলমডাঙ্গা কালিদাসপুরে শরীফের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনে টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল শনিবার সকালে ও বিকেলে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করে
সকাল ৮টায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ বাজার (দশমাইল এলাকায়) সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, মতবিনিময় ও গণসংযোগ করেন শরীফুজ্জামান শরীফ। পরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়ী হঠাৎপাড়ার যান শরীফুজ্জামান। খোঁজখবর নেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চান মিয়ার পরিবারের। তাদের সান্ত্বনা দেন এবং আবাস নির্মাণ ও মাস খরচের দায়িত্ব নেন। কিনে দেন হাড়ি-পাতিলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। অপর দিকে, বিকেল সাড়ে চারটায় শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।
লিফলেট বিতরণ, মতবিনিময় ও গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা দেশের মানুষের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা জনগণের পাশে আছি। সাম্য, মানবিকতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে রাষ্ট্র পরিচালনার ভার তারেক রহমানের হাতে না যাওয়া পর্যন্ত বিএনপির প্রতিটি কর্মী রাজপথে অটল থাকবে।’
এসময় শরীফুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হোসেন, সাধারণ সম্পাদক লালনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল মজিদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খাজা মহিউদ্দিন, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, আশিক আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সোহাগ রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, মনসুর আলী, হাসিবুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *