স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ৫২তম জাতীয় আন্তঃস্কুল- মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫২ তম জাতীয় আন্তঃ স্কুল- মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক ও জেলা শিক্ষা অফিসার(অঃদা) জেসমিন আরা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেন্যু আহবায়ক মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নয়ন কুমার রাজবংশী বলেন, সুস্থ দেহে সুস্থ মনের বসবাস। আর সুস্থ দেহ অর্জনে নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করা প্রয়োজন। সেই তাগিদ অনুভব করেই প্রতিবছর সরকারিভাবে লেখাপড়ার পাশা-পাশি শিক্ষার্থীদের জন্য গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গার ৪টি ভেন্যুতে একযোগে জেলা পর্যায়ের খেলা শুরু হয়। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বালকদের ফুটবল, মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় কাবাডি, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় দাবা ও রাহেলা খাতুন গার্লস একাডেমি মাঠে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪টি ভেনুতে গতকালের খেলা গুলো পরিচালনা করেন ইসলাম রকিব, আব্দুল হাই, হাফিজুর রহমান, ফিরোজ উদ্দিন, শাহ আলম, মুক্তাদির রহমান, খাজের আলী, শামসুন্নাহার শিলা, মহাসিন কামাল, খাইরুল ইসলাম, বিলকিস নাহার, রিপা শাহারিয়ার, আইরিন ইসলাম, রেবেকা সুলতানা ও ইমাম হোসেন।