স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়া পৃথক অভিযানে ১৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার ৫৯/১-এস এর নিকট সামন্তা চারাতলাপাড়া গ্রামে হাবিলদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার ৬১/১৬-আর এর নিকট চাপাতলা গ্রামে হাবিলদার মো: মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ১ জন নারী ও ২ জন শিশু।
এদিকে গতকাল শুক্রবার ভোর রাত টার দিকে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৫২/২১-আর এর নিকট মাটিলা গ্রামে হাবিলদার মোঃ মাইন উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে যাওয়ার চেষ্টকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ১ জন নারী ও ১ জন শিশু। আটককৃতদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।