দর্শনা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দর্শনা পৌর শাখার ৮ নং ওয়ার্ডে উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ রুহুল আমিনের নির্বাচনী সভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ অক্টোবর) বাদ এশা দর্শনা পৌরসভার জয়নগর গ্রামে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দর্শনা থানা শাখার সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথি ছিলেন মাজলিসুল মোফাছসিরিনের চুয়াডাঙ্গা জেলা সহ-সভাপতি মাওলানা আবু জার গিফারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দর্শনা পৌর আমীর ও সাবেক কমিশনার মোঃ সাহিকুল ইসলাম অপু, নায়েবে আমীর গোলজার হোসেন, সেক্রেটারী শাহারিয়ার আলম দবির, মাওলানা খালিদ হাসান প্রমুখ। সভায় গ্রামের বিপুল সংখ্যক নেতা কর্মি উপ¯ি’ত ছিলেন।