ঝিনাইদহে বাবা ও ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে বাবা-ছে্লেকে কুপিয়ে জখম করেছে এক দূর্বৃত্ত। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে ।

আহতরা হলেন হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও মো. জাহাঙ্গীর আলমের ছেলে ইজাজুল। ঘাতক শিমুল পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভুক্তভোগী জাহাঙ্গীর ভ্যান নিয়ে গোয়ালপাড়া বাজারে বসে ছিলো । সে সময় এশার আযান দিলে নামাজে যাবার জন্য প্রস্তুতী নেয় । একই সময় ঘাতক শিমুল এসে তার নিজ গ্রাম ঘোড়ামারায় যেতে চায় । কিন্তু ভ্যানচালক জাহাঙ্গীর নামাজ পড়বে বলে যেতে রাজী না হলে শিমুলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিমুলের কাছে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে । এমন সময় ছেলে চানাচুর বিক্রেতা ইজাজুল বাবাকে বাচাতে ছুটে আসলে শিমুল তার ঘাড়ে কোপ বসিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে আসলে ঘাতক শিমুল পালিয়ে যায় । পরে এলাকাবাসী তাদের দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে।

ঝিনাইদহ সদর হাসপাতালের ইমার্জেন্সি ডা. মেফতাহুল জান্নাত বলেন, আমরা গুরুত্বর অবস্থায় পেয়ে প্রাথমিক ভাবে ট্রিটমেন্ট দিয়েছি। তবে আশংকাজনক হওয়ায় দুজনকেই ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, এ ঘটনায় আসামীকে ধরতে আমাদের পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *