কেডিকে প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেডিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাষ্টার, সহ-সভাপতি বজলুল রহমান টুটুল, সাধারণ সম্পাদক রফিউল আলিম, জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম, ১ ও ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সভায় সভাপতির বক্তব্যে মনোয়ার হোসেন মাষ্টার বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেডিকে ইউনিয়নের দেহাটি বাজার থেকে কাশিপুর বাজার পর্যন্ত, কাশিপুর বাজার থেকে দক্ষিণপাড়া হয়ে মাঠপাড়া ও খয়েরহুদা পর্যন্ত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান বাবু খান উপস্থিত থাকবেন।