নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগে চিঠি

আজকের চুয়াডাঙ্গা ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসানের স্বাক্ষরিত ওই চিঠি সম্প্রতি পাঠানো হয়। এতে চার হাজার এএসআই (নিরস্ত্র) পদে অস্থায়ীভাবে নিয়োগের অনুমতি দেওয়া হয়।

                  তবে নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে বেশ কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা শর্তগুলো হলো- বেতন স্কেল অবশ্যই অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক যাচাইকৃত হতে হবে। প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।

                  এছাড়া নতুন চার হাজার এএসআই পদ সৃজনের আগে সমপরিমাণ কনস্টেবল পদ বিলুপ্ত করতে হবে এবং এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে। এবং পদ সৃজনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন নিতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, এবারই প্রথম এত বড় পরিসরে এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে দুই হাজার পদে সরাসরি নতুন নিয়োগ এবং বাকি দুই হাজার পদে কর্মরত কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে। এ পদক্ষেপের মাধ্যমে পুলিশের সাংগঠনিক সক্ষমতা ও মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *