মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, কবে কখন ম্যাচ

খেলাধুলা ডেস্ক

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এখন থেকে আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে মাঠে নামার আগপর্যন্ত শুধুই প্রস্তুতিপর্ব। তার অংশ হিসেবে চলতি মাসে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই লাতিন জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল।

                  কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসিরা। সে ম্যাচে জোড়া গোলের দেখা পান আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচটি আর্জেন্টিনা জিতে নেয় ৩-০ ব্যবধানে। ১১ অক্টোবর ভোর ৬টায় আবার সেই ভেনেজুয়েলার বিপক্ষেই মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ১৪ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচে শিকাগোর সোলজার ফিল্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো।

                  এদিকে চলতি আন্তর্জাতিক উইন্ডোতে আগামী ১০ অক্টোবর ভোর ৫টায় সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায় টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল।

                  ২০২২ কাতার বিশ্বকাপের আগেও একই পথ অনুসরণ করেছিল ব্রাজিল। নভেম্বর-ডিসেম্বরে তিতের অধীন সেলেসাওরা এশিয়ান দেশ দুটিতে সফরে এসেছিল। সেই সময়ও খেলা গড়িয়েছিল আসন্ন প্রীতি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যুতে। সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিও’র ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারায় ব্রাজিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *