স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে বেলা ১২ টার দিকে জিআরপি পুলিশ চুয়াডাঙ্গার পাসপোকট নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ( জিআরপি) ইনচার্জ এস আই জগদীশ চন্দ্র বসু জানান, সকাল সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। খন্ড বিখন্ড এক নারীর মরদেহ রেললাইনের ধারে পড়েছিল। বৃদ্ধ এই নারীর বয়স আনুমানিক ৭০ বছর। এক হাতে চুরি পড়েছিল। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। বেলা বারোটার দিকে তার লাশ আমরা নিয়ে আসি। পিবিআই তার পরিচয় সনাক্তের কার্যক্রম পরিচালনা করেন। তার আঙ্গুলের ছাপ ম্যাচিং না হওয়ায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পরে তার সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।