চুয়াডাঙ্গা-মেহেরপুরে জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বর থেকে শিক্ষকদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরে এসে  শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন। র‌্যালী শেষে চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের যৌথ  আয়োজনে  চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

“শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি ” এই প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন,সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষকতা পেশাটাকে এগিয়ে নিতে হবে। সবকিছু পুরোপুরি পাওয়ার আশা থাকলেও কখনোই মানুষ সবকিছু তার চাহিদা অনুযায়ী পায় না। বিরাজমান পরিবেশের মধ্য দিয়েই শিক্ষকতা পেশাটাকে এগিয়ে নিতে হবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আমি আজ ডিসি হয়েছি আপনাদের মত শিক্ষকদের কাছে পড়ালেখা করেই। তবে শিক্ষকদেরকে অবশ্যই বিরজমান পরিবেশে থেকেই নিজের জায়গাটি তৈরি করে নিতে হবে। নিজের ভিতর থেকেই তাগিদ আসতে হবে ভালো শিক্ষক হওয়ার জন্য।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (অ:দা) জেসমিন আরা খাতুন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান,  ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার পরিচালক (অর্থ) প্রফেসর আব্দুল মজিদ বিশ্বাস, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার পাল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (ভারপ্রাপ্ত) শাজাহান আলী, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া যুবলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, তেতুল শেখ কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনী, জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  রকিবুল ইসলাম (ইসলাম রকিব) প্রমূখ। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আদর্শ বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূর হোসেন।

                  মেহেরপুর অফিস জানিয়েেেছ, গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে অন্য ফটক দিয়ে কার্যালয় চত্বর ঢুকে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাহিম এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অপরদিকে গাংনী ও মুজিবনগরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্বল্প পরিসরে আর্ন্তজাতিক শিক্ষক দিবস পালন করেছে।

আলমডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সর্বক্ষেত্রে শিক্ষকের মর্যাদা রক্ষা করতে হবে। শিক্ষক একজন পথপ্রদর্শক এবং সমাজ পরিবর্তনের কারিগর। একজন শিক্ষকই পারেন জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে একটি প্রজন্মকে গড়ে তুলতে। একজন শিক্ষকের অবদানই একটি জাতিকে শক্তিশালী, জ্ঞানসমৃদ্ধ ও উন্নত পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ন্যায়, নীতিপরায়ণ এবং অন্যায়ের সাথে আপোষহীন এক কান্ডারী হলো শিক্ষক, যার কর্মগুণে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে। অনেক শিক্ষক রাষ্ট্র কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কোনোদিন শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি পাননি। নিভৃতচারী হয়ে চলে গেছেন পরপারে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: ইমরুল হক, আলমডাঙ্গা সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মহিতুর রহমান, মাওলানা মিরাজুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, বক্তারা আলোকিত মানুষ হিসাবে শিক্ষার্থীদের গোড়ে তোলার আহবান জানান।

আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সহ-সম্পাদক সহকারী অধ্যাপক ড. মহবুব আলম বক্তব্যে বলেন, শিক্ষাদান কোন একক কাজ নয় এটি একটি সমন্বিত দলগত প্রচেষ্টা। এজন্য আমরা একটি ফোরাম তৈরী করতে পারি। তিনি টিচার্স লানিং ফোরাম (টিএলএফ) এর একটি মডেল উক্ত সভায় তিনি উপস্থাপন করেন। অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন বর্তমান সামাজিক অবক্ষয়ের এ যুগে আদর্শ শিক্ষাদানের মাধ্যমে প্রধানত শিক্ষকরায় শিক্ষার্থীদেরকে উন্নত নৈতিক চরিত্রের করে গড়ে তুলতে পারেন।

তিনি আরো বলেন শিক্ষকরা জাতির বিবেক। শিক্ষকতা নিছক কোনো পেশা নয়, একটি ব্রত। এই ব্রতকে লালান ও ধারন করে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। উল্লেখ্য, প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এই দিনটি ঘোষণা করে। এ বছরের প্রতিপাদ্যে ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’—যা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনা তুলে ধরে।

                  জীবননগর অফিস জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আল-আমীন হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, একাডেমি সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, শিক্ষকতা হলো মহান একটা পেশা। শিক্ষক হলো জাতি গঠনের কারিগর। শিক্ষকদের সম্মান ও দক্ষতা বৃদ্ধি করতে আমাদের কাজ করতে হবে।বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। চাকরি করার সময় অথবা অবসরে শিক্ষকেরা যেন তার প্রাপ্য সম্মানিত ও সুযোগসুবিধা গ্রহণ করতে সেদিকে সবার নজর দিতে হবে। এছাড়াও বিশ্ব শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, গতকাল উপজেলা প্রশাসন ও শিক্ষক সমাজের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদান ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিবসটির সূচনা হয় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে, যা উপজেলা অডিটোরিয়াম থেকে শুরু হয়ে দামুড়হুদা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সরকারি কর্মকর্তাবৃন্দ। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার কে এইচ তাসফিকুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোকনুজ্জামান খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাফিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তিথি মিত্র বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তাঁদের অবদান অপরিসীম। আজকের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ—শিক্ষকদের সম্মিলিত কণ্ঠস্বরই শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”

“শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক প্রশিক্ষণ ও শিক্ষণপদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সদা প্রস্তুত। তাঁদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা প্রদানে আমরা দায়বদ্ধ।

আলোচনা সভায় শিক্ষক প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে শিক্ষকদের নানাবিধ সমস্যা, পেশাগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও সামাজিক স্তরে আরও সহযোগিতা কামনা করেন। উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও তাঁদের বক্তব্যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁদের অবদানকে সাধুবাদ জানান।

সবশেষে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাফিজুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন। সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় শিক্ষক সমাজ সন্তোষ প্রকাশ করেন এবং প্রতি বছর এধরনের আয়োজন করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *