‘শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে গ্রীন সিগন্যাল দেবে বিএনপি’

আজকের চুয়াডাঙ্গা ডেস্ক

সংসদ নির্বাচনে শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে গ্রীন সিগন্যাল দেবে বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে। শুধু দু’জন নয়, অনেক আসনে আমাদের পাঁচজন, সাতজন এবং দশজন করে যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা জেলা এবং বিভাগভিত্তিক করছি। আমরা খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রীন সিগন্যাল দেবো। তবে সেটা অফিসিয়াল হবে যখন, তফসিল ঘোষণার পরে আমরা আইনানুগভাবে পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে মনোনয়ন দেবো, তখন সেটা চূড়ান্ত হবে।  

               আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সম্ভাব্য সকল প্রার্থীর কাছে ম্যাসেজ দিয়েছি যে, তারা একই বক্তব্যে দেবেন। ধানের শীর্ষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেয়া হবে, তারপক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *