কুতুবপুরে কাঁচা ঝালের কেজি ৩২০ টাকা

কুতুবপুর প্রতিনিধি

কুতুবপুর ইউনিয়নের বাজার গুলোতে গতকাল শুক্রবার কাঁচা ঝাল ৩২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। হঠাৎ ঝালের দাম বৃদ্ধি পাওয়াতে দিশেহারা হয়ে পড়ছে ক্রেতাগণ। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ।

সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, কাঁচা ঝালের পোয়া ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। সরোজগঞ্জ বাজারের তরকারি ব্যবসায়ী আব্দুল বারী বলেন, গত কয়েক হাটে আমরা কাঁচা ঝাল ২২০-২৫০ টাকা কেজিতে বিক্রি করছি আবহাওয়া একটু খারাপ হওয়ার জন্য ঝাল বাজারে উঠছে কম তাই আমরা বেশি দামে কিনছি ফলে আজ দাম বেশি।

আরেক ব্যবসায়ী ঝন্টু আলী বলেন, পাইকারী বাজার থেকে আমরা যেমন কিনি খুচরা ১০-১৫ টাকা বেশি বেচি। আমাদের কি করার পাইকারি বাজার দেখেন।

বাজারে কাঁচা ঝাল কিনতে আসা সকলেই বলেন, যেখানে পোল্ট্রি মুরগির কেজি ১৬০ টাকা সেখানে কিভাবে ঝালের দাম ৩২০ টাকা হয়। এটা আমাদের মত সাধারণ মানুষের জন্য জুলুম। তবে এভাবে মরিচের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া সত্যি হতাশার, নিয়মিত বাজার মনিটরিং করে অচিরেই এই সমস্যার সমাধান করে সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটাবে এই আশা এখন ইউনিয়নের সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *