আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

আলমডাঙ্গা অফিস

২০২৪ সালের সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে  আলমডাঙ্গা একাডেমির নিজস্ব চত্বরে সংবর্ধনা সভার আয়োজন হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শারমিলা ও নুসরাত জাহান মীম এর উপস্থাপনায় আলমডাঙ্গা একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ও দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মফিজুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব, আলমডাঙ্গা সরকারি কলেজের সরকারি অধ্যাপক ড. মাহবুব আলম। সার্বিক দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা একাডেমীর পরিচালক প্রভাষক আব্দুল হাই ও আলমডাঙ্গা একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক। এছাড়া কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তাসিন আবরার, মিসবাউল হক অনন, হামিম রেজা, তাফিয়া নুর অন্তি, নানজিবা রাইসা সিনথিয়া, ইকবাল মাহমুদ সানভী। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন, মিসবাউল হক অনন এর পিতা এনামুল হক। উক্ত অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও বৃত্তি প্রাপ্ত সহ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১ জন ট্যালেন্টপুল, ১০ জন সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৮৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, তার মধ্যে ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীসহ বিভিন্ন মেডিকেল কলেজে ০৭ জন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ০২ জন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ০৮ জন এবং ক্যাডেট কলেজে ০৪ জন শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সকল সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক/অভিভাবিকা মন্ডলী এবং সুধী জন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *