দুস্থ রোগীদের পাশে মেহেরপুর জেলা বিএনপি

মেহেরপুর অফিস

অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ বিএনপির নেতা কর্মীরা ক্যাম্পে অংশ নেয়। এদিকে ডাক্তার ফরহাদের নেতৃত্বে ০৬ সদস্যের একটি মেডিকেল টিম সকাল থেকেই ফ্রী চিকিৎসা শুরু করেন। সাথে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন রোগীদের মাঝে। বিকেল চারটা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। দূর দুরান্ত থেকে কয়েক হাজার রোগীরা আসেন চিকিৎসা নিতে। চিকিৎসা পেয়ে খুশি তারা। এই ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়ার দাবি তাদের।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। এজন্য প্রতিটি ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগের সপ্তাহে সদর উপজেলার আমদা ও বারাদি ইউনিয়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আগামী সপ্তাহে সদর উপজেলার শোলমারিতে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।

চিকিৎসক ফরহাদ বলেন, মা-বাবার ইচ্ছে ছিল ছেলে চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। এ লক্ষ্যেই প্রতিটি ফ্রী মেডিকেল ক্যাম্পে আমি চিকিৎসা দিয়ে থাকি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *