তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের হুলিয়ামারী গ্রামের গোলাপনগর নামক স্থানে একজন রুগ্ন, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দেখা মেলে। বুধবার সকাল ৬টার দিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে দেখা যায়। পরে বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু কিছু তথ্য ও ছবি, ভিডিও নেন। পরবর্তীতে তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরবর্তীতে প্রভাষক শিপলু তার বাসায় নিয়ে যান এবং তার সেবা অব্যাহত রাখেন।
প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন- নিশ্চিত হন ঐ ভদ্রলোকের নাম নাসির উদ্দিন, পিতা কাশেম সানা, গ্রাম: সোনাবাড়িয়া, থানা: কলারোয়া জেলা: সাতক্ষীরা।
তিনি আরও বলেন, আমি সকাল বেলা হাটতে গেলে কিছু মানুষের জটলা দেখে সেখানে যায়। সেখানে একজন অসুস্থ ও রুগ্ন ব্যক্তি রাস্তার পাশে পড়ে আছে। আমি ও আমার বন্ধু শাহিন সেই ব্যক্তির সাথে কথা বলে তার আংশিক ঠিকানা জানতে পারি। পরবর্তীতে আমার ফেইসবুকে তার নাম, ছবি এবং ভিডিও আপলোড করি। সেই সাথে হাসানুজ্জামান রিগানের সহযোগিতায় অসহায় মানুষটিকে আমার বাসায় রাখি। বেশ কিছুক্ষন পর সোনাবাড়িয়া গ্রামের একজন গ্রাম পুলিশ আমার সাথে যোগাযোগ করে এবং তার বোন আসছেন বলে আমাকে জানান। গতকাল বুধবার দুপুর ১টার সময় আমার বাসায় উপস্থিত হন। সেই সময় তিতুদহ ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেন তাদের পরিচয় নিশ্চিত করে তাকে তার বোনের কাছে হস্তান্তর করেন।
এই বিষয়ে তিতুদহ ইউনিয়নের সদস্য কামাল হোসেন বলেন, শিপলু ভাইয়ের ফেইসবুক আইডির কল্যাণে আজ এক বোন তার ভাইকে বহুদিন পর খুঁজে পেলেন। তিনি একজন অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা আমাদের সমাজে দৃষ্টান্ত হয়ে রবে। আলহামদুলিল্লাহ আমরা এক পরিবারের হাসি উপভোগ করলাম। নিখোঁজ ব্যক্তিকে হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন পল্লী প্রাণী চিকিৎসক হাসানুজ্জামান রিগান, বায়জিদ, নীরব, মনিরুল, সোলাইমান শেখ, নিজাম উদ্দিন শেখ, সোনাবাড়িয়া সাতক্ষীরা হতে মইদুল ইসলাম, বোন গুরফানসহ আরো অনেকেউ।