ঢাকায় বসবাসকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে আলমডাঙ্গা সংগঠনের আত্মপ্রকাশ

আলমডাঙ্গা অফিস

“চলো আলমডাঙ্গার জন্য একসাথে কাজ করি”- এই স্লোগান নিয়ে ঢাকায় বসবাসকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে আত্মপ্রকাশ করলো একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা আলমডাঙ্গার সন্তান”। গতকাল বুধবার রাজধানী ঢাকার কারওয়ান বাজারের রুফ টপ রেস্টুরেন্টে এ আবদুল্লাহ আল মামুন সোহেলের উদ্যোগে আয়োজিত এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বুকে একসাথে আলমডাঙ্গার সন্তানদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। “আমরা আলমডাঙ্গার সন্তান” সংগঠনের মুল উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে একসাথে আলমডাঙ্গার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করা। উক্ত অনুষ্ঠানে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য কয়েকজনকে কো-অর্ডিনেটর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য সেবা কো-অর্ডিনেটর খন্দকার আসলাম হোসেন, অর্থনৈতিক কো- অর্ডিনেটর মাহমুদুর রহমান (পিকু), সোশ্যাল ওয়েলফেয়ার কো-অর্ডিনেটর, কাউসার হোসেন, ক্রিড়া বিষয়ক কো-অর্ডিনেটর শেখ আমিনুল ইসলাম, শিক্ষা বিষয়ক কো-অর্ডিনেটর ড. রুহুল কুদ্দুস শিপন, সংস্কৃতি বিষয়ক কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম, সবুজায়ন ও বনায়ন বিষয়ক কো-অর্ডিনেটর বুলবুল ইসলাম, এছাড়া “আমরা আলমডাঙ্গার সন্তান” সংগঠনের এই সামাজিক উন্নয়নমূলক সকল কার্যক্রম সকল সিনিয়রদের দিক নির্দেশনায় সকলের সাথে সমন্বয় করে একসাথে পরিচালনা করার জন্য আব্দুল্লাহ আল মামুন (সোহেল) কে গ্রুপ কো-অর্ডিনেটর করার সিন্ধান্ত গ্রহণ করা হয়। খুব শীঘ্রই “আমরা আলমডাঙ্গার সন্তান সংগঠনের” সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি আয়োজনের দিক নির্দেশক স্বপন চৌধুরী ও সার্বিক দায়িত্ব পালনকারী আব্দুল্লাহ আল মামুন সোহেলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (সাবেক বিএসএমএমইউ) এর সিন্ডিকেট মেম্বার নির্বাচিত হওয়ায় প্রফেসর ডা. আতিয়ার রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রফেসর ড. খন্দকার শরিফুল ইসলাম, স্বপন চৌধুরী, প্রফেসর ডা. আতিয়ার রহমান, খন্দকার আসলাম, খন্দকার শান্তন, লিটু মাসুদ (লিটন), মোঃ মাহমুদুর রহমান (পিকু), মোস্তাক আহমেদ অঞ্জন, আমিনুল হক (লিন্টু), বন্ধু যুগ্ম সচিব আমিনুর রহমান, সোহেল, মাসুদ হেলাল, দিপু, তৌহিদুল ইসলাম, মাকানুর রহমান, খসরু, মনোয়ার হোসেন মনা, বুলবুল আহমেদ, ইন্সপেক্টর মোমিন, প্রফেসর ড. রুহুল কুদ্দুস শিপন, রাসেল, আমিরুল ইসলাম, ঈসমাইল হোসেন, জহুরুল ইসলাম,  বিশারত হোসেন, রেজোয়ানুল আবেদ তুষার, এসপি মীর আবু তৌহিদ রেন্টু, মিঠু, মামুন সহ প্রায় ৭০ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *