জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা, দীর্ঘদিনেও ৫০ শয্যা চালু হয়নি

জীবননগর অফিস

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চাপ বাড়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে । এসময় বহু রোগী চিকিৎসা নেওয়ার জন্য মেঝেতে বসে বা শুয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

হাসপাতাল পরিদর্শন করলে দেখা যায়, ৩১টি শয্যা থাকা সত্ত্বেও রোগীর চাপ বৃদ্ধির কারণে হাসপাতাল সম্পূর্ণ কার্যক্রম চালাতে পারছে না। হাসপাতাল পরিচালনার জন্য ৫০ শয্যার নতুন ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু তা এখনো সম্পূর্ণভাবে চালু হয়নি। ফলে হাসপাতাল ব্যবস্থাপনা সংকটে পড়েছে এবং রোগীরা প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা জানান, “আমাদের অসুস্থ সন্তান বা অভিভাবক নিয়ে হাসপাতালে আসলে অনেক সময় শয্যা পাওয়া যায় না। কিছু রোগীকে মেঝেতে বসে চিকিৎসা নিতে হয়। এটি অত্যন্ত হতাশাজনক।”

এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের স্থাপত্যগত কাজ শেষ হলেও কিছু প্রশাসনিক ও সরঞ্জাম সংক্রান্ত কারণে ৫০ শয্যা সম্পূর্ণ চালু হয়নি। তবে বর্তমানে পর্যাপ্ত জনবল না থাকায় ৩১ শয্যায় রোগীর চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও রোগীর চাপ বাড়লে রোগীদের পরিস্থিতি অনুযায়ী চিকিৎসা নিতে হচ্ছে।

“শুধু বেডের সংখ্যা বৃদ্ধি করলেই সমস্যা সমাধান হবে না, পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং মেডিকেল সরঞ্জামও নিশ্চিত করতে হবে। তা না হলে রোগীর ভোগান্তি কমানো সম্ভব নয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *