দর্শনা অফিস
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিটের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব দর্শনা কেরুজ জামে মসজিদে মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মো: রুহুল আমিন।
বক্তা ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো: আজিজুর রহমান, মাজলিসুল মুফাসছিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারী, জামায়াতের জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা সহকারী সেক্রেটারী মো: আব্দুল কাদের, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল ইসলাম, সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর আমীর মো: সাহিকুল আলম।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আমীর রুহুল আমিন বলেন, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামীন রাসুল (সাঃ) এর মাধ্যমে কুরআন নাজিল করেছেন, আর রাসুল (সাঃ) তার ২৩ বছর নবুয়তের জিন্দেগীতে আমাদের জন্য এই জীবন বিধানকে হাতেকলমে শিখিয়ে গেছেন। সুতরাং এই কুরআন-হাদীসই হলো আল্লাহ ও তার রাসুলের প্রদর্শিত একমাত্র পথ। এর বাইরে কোন মতপথের অনুসারী হওয়া কোন মুসলমানের সুযোগ নেই। তাই জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ, দেশ পরিচালনার জন্য যোগ্য মানুষ তৈরী ও আল্লাহর সন্তÍুষ্টি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এ ভিশন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের সহযোগীতা চাই। প্রসঙ্গিক আলোচনায় তিনি কেরু এ্যান্ড কোম্পানীর শ্রমিকদের জেলার ঐতিহ্যবাহী এই শিল্প কমপ্লেক্সকে রক্ষায় আরো আন্তরিক হবার আহবান জানান। তিনি বলেন আমাদের পূর্বপুরুষেরা এই কেরুর মাধ্যমে সারাদেশে এই জেলাকে সন্মানের আসনে সমাসীন করে গেছেন। আমাদের এবং ভবিষ্যত প্রজন্মের স্বার্থে যে কোন মূল্যে এক রক্ষা করতে হবে। বাদ এশা তিনি দর্শনার হরিজন সম্প্রদায়ের সাথে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তাদের উদ্দ্যেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- আমাদের ধর্মীয় পরিচয় আলাদা হলেও আমরা সকলেই বাংলাদেশী। সুতরাং এই দেশে বসবাসকারী সবার সাথে আমরা মিলেমিশে দেশকে গড়তে চাই। ইসলাম সকল সম্প্রদায়ের সহঅবস্থানকে নিশ্চিত করেছে। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন কেউ বাধা দেবেনা। আমরা আপনাদের যে কোন সমস্যায় সর্বদা পাশে আছি।