স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহা অষ্টমিতে দ্বিতীয় দিনের মত পরিদর্শন শুরু করেন। যা বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অব্যহত থাকে। এসময় তিনি উপজেলার বাড়াদী, গাংনী, জেহালা, আইলহাঁস, খাসকররা, জামজামী ও কালীদাসপুর ইউনিয়নের প্রায় সবগুলো মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি ভক্তদের হাতে প্রসাদ গ্রহণ করেন, কারও হাতে ধূপকাঠি ধরেন, আবার কারও সঙ্গে সম্প্রীতির উষ্ণতায় আলাপচারিতায় মেতে ওঠেন। জেলা বিএনপির এই নেতার সহযোগিতা ও উপ¯ি’তিতে ভক্ত-আয়োজকদের মনে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে দেয়। এরআগে তিনি শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিনে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন।
মণ্ডপ পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি হওয়া উচিত। শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও ঐক্যের সেই বার্তা ছড়িয়ে দিতে আমি বিগত বছরের ন্যায় এ বছরও চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার সকল মণ্ডপের পূজা আয়োজনের অংশ হয়েছি। ভক্তরা যাতে ভীত না হয়ে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য আমরা আগেই মণ্ডপ প্রস্ততকারীদের সঙ্গে বৈঠক করেছি। দলীয় স্বেচ্ছাসেবকেরা প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা জননেতা তারেক রহমানের অনুপ্রেরণায় আমরা এ উদ্যোগ নিয়েছি। তার পক্ষ থেকে ইতোমধ্যে উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। পূজা কমিটির নেতাদের আগেই পরামর্শ দিয়েছিলাম, এখন দেখতে ভালো লাগছে-সবাই মিলে সুন্দরভাবে পূজা উদযাপন করছে।’
শরীফুজ্জামান শরীফ আশ্বাস দিয়ে বলেন, ‘যে সরকারই ক্ষমতায় থাকুক, বিএনপি সবসময় মানুষের সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল। পূজা-পার্বণের সময় যাতে কেউ বিভাজন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা বিশেষভাবে সজাগ।’ শরীফুজ্জামান আরও জানান, এবছরও জেলা বিএনপির পক্ষ থেকে সেরা মণ্ডপ ও সেরা আয়োজনকে পুরস্কৃত করবেন তিনি।
পনিদর্শনকালে তার সফরসঙ্গীরা ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ছালাম বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি সদস্য সচিব সুমন পারভেজ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ। এছাড়াও চিৎলা, গাংনী, বাড়াদী, জেহালা, আইলহাস, খাসকররা, জামজামি ও কালিদাসপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মণ্ডপ পরিদর্শনকালে শরীফুজ্জামন শরীফের সফর সঙ্গী হন।