আলমডাঙ্গ অফিস
আলমডাঙ্গায় বিশ্ব হার্ট দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে ” হৃৎস্পন্দনে নয় অবহেলা, এখনই হই সচেতন” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। বেসকারি সংস্থা বিএনসিডিএফ ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির যৌথ আয়োজনে সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সহ সভাপতি গাইনী চিকিৎসক ডা সামিনা আক্তার তন্বী। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনসিডিএফ এর চেয়ারম্যান ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা আদনীন নাহার মৌনালী ডা. আদিল উদ্দিন মোস্তফা আদনান।
মূল প্রবন্ধে ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি বছর ২৯ শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উদযাপিত হচ্ছে, এবারের প্রতিপাদ্য “উড়হ’ঃ গরংং ধ ইবধঃ” অর্থাৎ, হৃদয়ের সংকেত যেন আমরা উপেক্ষা না করি, সময়মতো পরীক্ষা ও যত্ন নেই।বিশ্ব হার্ট দিবস এর উদ্দেশ্য হলো হৃদরোগ ও স্ট্রোক নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা এবং মানুষকে নিজেদের হৃদয়ের যত্ন নিতে উৎসাহিত করা।
বিশেষ অতিথি ডা. আদনীন নাহার মৌনালী বলেন আমাদের চিকিৎসক সমাজ সহ সকল সচেতন নাগরিক এর উচিত হৃদরোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় পরিসরে আয়োজন করা হলে সাধারণ মানুষ সচেতন হবে। বেঁচে যাবে অনেক প্রাণ।
সভাপতির বক্তব্যে ডা সামিনা আক্তার তন্বী বলেন আমাদের নিজেদের সাথে সাথে আমাদের পরিবারে বয়স্ক ব্যক্তিদের বিষয়ে সচেতন হতে হবে।তাদের নিয়মিত পরীক্ষা নিরিক্ষা করা আমাদের দায়িত্ব।
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাব এসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার আহসান হাবিব, বিআরএমপি র আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো জিনারুল ইসলাম, তরুন সমাজকর্মী আবির আনাম।এ সময় আরো উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক সজিব, ফিজিওথেরাপিষ্ট আবু সাইদ,ল্যাব টেকনোলিজষ্ট রাহাত রুদ্র, প্রাথমিক স্বাস্থ্য কর্মী মো আবু জাফর, সিরাজুল ইসলাম মো জীবন আহমেদ প্রমুখ।