সার ডিলারদের অনিয়ম-দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে গাংনীতে কৃষকদের মানববন্ধন

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনীতে প্রকৃত কৃষকদের ন্যায্য প্রাপ্য সার না দিয়ে বাইরের বাজারে পাচার, অধিক মুনাফা অর্জন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় কৃষকরা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গাংনীর জুগিন্দা গ্রামে কৃষকদের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক শহিদুল ইসলামসহ বিভিন্ন কৃষকরা বক্তব্য রাখেন। এসময় এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নুর ইসলাম। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিসিআইসি ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের ডিলারশীপ দেওয়ার নিয়ম থাকলেও ধানখোলা ইউনিয়নের ডিলার দু’জনই ইউনিয়নের বাহিরের লোক। তারা হলেন, মেসার্স ঘ.জ এন্টারপ্রাইজ এর প্রোপাইটার এনামুল হক একজন রাজনৈতিক সুবিধাভোগী এবং মেসার্স কাদের স্টোর এর প্রোপাইটার মোঃ হারুন অর রশিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের ভাইয়ের ছেলে।

কৃষক শহিদুল ইসলাম বলেন, ডিলারশীপ পাওয়া এ দুই ব্যক্তির কেউই ধানখোলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না। ইউনিয়নে তাদের কোনো স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান বা সার সংরক্ষণের গুদামও নেই। ফলে কৃষকরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রকৃত কৃষকদের সার না দিয়ে তারা ইউনিয়নের বাইরে পাচার করছেন এবং খুচরা বাজারে চড়া দামে বিক্রি করছেন। এতে ইউনিয়নের কৃষকরা ন্যায্য দামে সার পাচ্ছেন না; চাষাবাদের মৌসুমে পড়ছেন চরম আর্থিক চাপে।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিলাররা কেউই আসলে কৃষকবান্ধব না, বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধাভোগী। তাদের অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে না পারলে কৃষকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে উক্ত দু’টি ডিলারশিপ অবিলম্বে বাতিল করতে হবে। স্থানীয়, যোগ্য ও কৃষকবান্ধব স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে নতুন ডিলার নিয়োগ দিতে হবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এসময় বক্তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকৃত কৃষকদের অধিকার ফিরিয়ে দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *