দর্শনা সীমান্তে প্রায় ৬০ লক্ষ টাকার স্বর্ণের বারসহ এক নারী আটক

স্টাফ রিপোর্টার

দর্শনা সীমান্তে প্রায় ৬০ লক্ষ টাকার ৩টি স্বর্ণের বারসহ আসমা খাতুন (২৫) নামের এক নরী পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির এক অভিযানে দামুড়হুদা উপজেলার কামারপাড়া পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত মোছাঃ আসমা খাতুন জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের মোঃ ওয়াসিম হোসেনের স্ত্রী।

৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারী কর্তৃক স্বর্ণ চোরাচালান করা হবে।

এ সংবাদের ভিত্তিতে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়ায় অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে কামারপাড়া রাস্তা হতে মোছাঃ আসমা খাতুনকে তিন পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩৫৪ গ্রাম যার বাজার মূল্য ৫৮ লক্ষ ৫৮ হাজার ৭৫৬ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের  করেন। আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *