স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান। তিনি একটি প্রেজেনটেশন উপস্থাপন করেন। সেখানে বলা হয় বাংলাদেশের সকল নাগরিকের তথ্য চাওয়ার অধিকার আছে। সরকারি গোপনীয় বিষয় ব্যতীত যেকোন তথ্য সরকারী দপ্তর দিতে বাধ্য।
এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। তিনি বলেন, বাংলাদেশের অনেকেই তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন না। মানুষের যে তথ্য জানতে চাওয়ার অধিকার আছে এ বিষয়ে জ্ঞান না থাকায় অনেকেই তথ্য চাইতে সংকোচ বোধ করেন। আমি মনে করি এ বিষয়ে আরো প্রচারণার প্রয়োজন। সঠিক প্রচারণার মাধ্যমে তথ্য অধিকার আইন নিশ্চিত করা যেতে পারে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, তথ্য অধিকার আইনের বিষয়ে প্রত্যেকেরই জানার প্রয়োজন আছে। তথ্য জানতে চাওয়া শুধু নিজের জানার জন্যই নয়, নানান রকম দুর্নীতির রুখে দিতে তথ্য খুবই কাজে লাগে। যখন কেউ জানবে কোন কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে তখনই সে সচেতন হয়ে যাবে। এতে করে দুর্নীতি অনেক হ্রাস পাবে। কেউ তথ্য না দিতে চাইলে দুর্নীতিটা প্রশ্রয় পায়। এই দুর্নীতিটা যাতে প্রশ্রয় না পায় সেজন্যই জনগণকে তথ্য অধিকার আইন দেওয়া হয়েছে। আমি চাই সরকারি যেকোনো দপ্তর যেনো তথ্য দেয় এবং যারা তথ্য চাইবে তারাও যেন সেই বিষয়গুলো খেয়াল রেখে তথ্য চান। এতে করে আইনের বাস্তবায়নটা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করি।
তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহআলম সনি প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ, জীবননগর সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুলতানা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।