দর্শনা অফিস
দর্শনার কুড়ুলগাছির যুবক শিহাব সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে দাফন হলো নিজ গ্রামের মাটিতে। বিদেশে কাজ করার স্বপ্ন নিয়ে পরিবারকে নতুন ভরসা দেওয়ার কথা ছিল শিহাবের। আগামী ১৫ অক্টোবর বিদেশ যাওয়ার ফ্লাইট ছিল শিহাবের। কিন্তু সড়ক দুর্ঘটনা ছিন্ন করল সেই স্বপ্ন। গত শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতেই লাশ বাড়িতে পৌঁছালে মা-বাবার বুকফাটা কান্নায় কানায় কানায় ভারী হয়ে ওঠে চারদিক। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন শিহাবের বাবা জামির হোসেন ও তার পরিবার।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে তাকে দাফন করা হয়।