ঝিনাইদহে ভোর হতে না হতেই লিফলেট হাতে নির্বাচনী প্রচারণা শুরু

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহ সদর উপজেলার ১১-নং পদ্মাকর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৬-নং ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রামে শুক্রবার সকাল ৭ টা থেকে দিন ব্যাপি নির্বাচনী প্রচারণা চালায় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মহন ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক, মুন্সি মনিরুজ্জামান ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির মিরন জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক, মোশাররফ হোসেন মল্লিক ৬-নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আব্দুল মান্নান মনা ৬-নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, হুমায়ন কবির ইউনিয়ন যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক ৬-নং ওয়ার্ড বিএনপি, রাসেল জোমাদ্দার ১১নং পদ্মাকর ইউনিয়ন সাবেক যুব নেতাসহ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

তারা গ্রামের সকল শ্রেনী পেশার মানুষের দারে দারে গিয়ে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরনের মধ্যে দিয়ে আগামী নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান।

নেতাকর্মীরা বলেন- আগামী নির্বাচনে শান্তিপুর্ন ভোট আদায়ের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তারই ধারাবাহিকতায় এখন থেকেই মাঠপর্যায়ে বিএনপির পক্ষে সকল মহল্লায় গিয়ে নির্বাচনের প্রচারণা চালানো হচ্ছে এবং নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত এটি চলমান থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *