স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়েই দেশে স্বৈরাচারী শক্তির পতন ঘটেছে। তবে জনগণ তাদের ন্যায্য অধিকার এখনো ফিরে পাইন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের সেই অধিকার আদায়ের লড়াইয়ে সবসময় অঙ্গীকারবদ্ধ থেকেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের বাসভবন কার্যালয়ে শুরু হওয়া কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মীসভা শেষ হয় রাত সাড়ে নয়টায়। আলমডাঙ্গা উপজেলার নাগদাহ, আইলহাস, খাদিমপুর, চিৎলা ও গাংনীসহ পাঁচ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ‘আমাদের সবাইকে ভালো কাজের মধ্যে থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই বিভ্রান্ত না হয়ে দলের সিদ্ধান্ত ও নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে যেতে হবে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রার্থী যেই হোন না কেন, আমাদের প্রতীক একটিই, তা হলো ‘ধানের শীষ’। এই প্রতীকের পক্ষে সর্বস্তরে গণজোয়ার সৃষ্টি করতে হবে। জনগণকে বোঝাতে হবে যে ধানের শীষই হলো মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।’ তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। দেশনায়ক তারেক রহমানের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না যাওয়া পর্যন্ত এবং গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। ‘সামনে কঠিন সময়, কিন্তু আমাদের লক্ষ্য স্পষ্ট, আর তা হলো ‘গণতন্ত্র ফিরিয়ে আনাতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।’ সবাইকে মনে রাখতে হবে, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলনের নাম, ত্যাগের নাম। যারা শহিদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করছেন, তারা জানেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে দাঁড়াবে।’ শরীফুজ্জামান নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মানুষকে জাগাতে হবে। তাদের জানাতে হবে, ধানের শীষ অধিকার আর ন্যায়বিচারের প্রতীক। তাই আগামী দিনে আমাদের প্রত্যেকের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আলমডাঙ্গার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি থেকে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিনুল আলম শাহীন, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক লালন ইসলাম, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু ও সাধারণ সম্পাদক আইনাল হোসেন প্রমুখ। সারাদিনব্যাপী এ কর্মীসভা শেষ হয় রাত সাড়ে ৯টায়।