সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনমূলক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিশান মিয়া, তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বাল্যবিবাহ প্রতিরোধ মাদকের কুফল ইভটিজিং বিষয়ে সচেতনামূলক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডভোকেট মশিউর রহমান পারভেজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত  জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজে মাদক, মোবাইল আসক্তি, বাল্যবিয়ে ইভটিজিং সহ সামাজিক ব্যাধি রুপে ব্যাপক হারে বিস্তার লাভ করেছে। আমার আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে সঙ্গ দেয় সেগুলো খেয়াল রাখতে হবে। বর্তমানে মোবাইল আসক্তি ক্রমশ বেড়েই চলেছে যা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। এই এনড্রয়েড মোবাইল সন্তানদের হাতে তুলে দেয়া যাবে না। আর সন্তানদের উপযুক্ত বয়স না হলে বিয়ে দেয়া থেকে দূরে থাকতে হবে। কারন অপ্রাপ্তবয়সে বিয়ে হলে তাদের শারিরীক ও মানসিক সমস্যা দেখা দেয়। অনেক সময় বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। তাই এগুলো রুখতে আমাদের সকলে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের সচেতন হতে হবে। মনে রাখতে হবে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা সবচেয়ে বেশি। আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রশাসন আপনাদের পাশেই আছি।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সন্তান আপনার সেজন্য আপনাকে সন্তানের প্রতি যত্নবান হতে হবে। ছাত্র-ছাত্রীদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পিতামাতা ও শিক্ষকের ভূমিকা অপরিসীম। মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং রুখতে পুলিশী সকল সহযোগিতা পেতে আমাদের জানাবেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনিছুর রহমান, দর্শনা থানা যুবদলের সেক্রেটারি মিলন মোল্লা, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, গহেরপুর প্রাইমারির প্রধান শিক্ষিকা  শারমিন সুলতানা, সড়াবাড়ীয়া প্রাইমারির প্রধান শিক্ষক আতাউর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *