স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর সদর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কুশল বিনিময়কালে চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামাতের সহকারী সেক্রেটার অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। জনসংযোগকালে তিনি বলেন, জবাবদিহি মুলক সরকার গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন। জনগণের প্রকৃত শাসক তারা-ই, যারা ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান করবে। জনগণের জান-মাল, সম্মান ও অধিকার রক্ষার দায়িত্ব শাসকের কাঁধে একটি পবিত্র আমানত। শাসক মানে প্রভু নয়, বরং জনগণের সেবক ও আমানতদার।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হতে হবে ইনসাফ ও জবাবদিহিতা। জনগণের রক্ত-ঘামের উপার্জিত অর্থ আত্মসাৎ করা এক ধরনের খিয়ানত, আর খিয়ানতের কোনো স্থান ইসলামে। আমরা জনগণের জান-মাল ও অধিকার রক্ষার অঙ্গীকার করছি। ইনশাআল্লাহ, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে শাসক জনগণের প্রকৃত সেবক হবে, দায়িত্বশীল আমানতদার হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, পৌর নায়েবে আমীর আশিকুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক আশির উদ্দীন, মোমিনপুর ইউনিয়ন আমির বজলুর রহমান, ইউনিয়ন সেক্রেটারী হাফেজ রাকিব হোসেন, ইউনিয়ন সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। অর্থ সম্পাদক আবু সায়েম শাহীনসহ ইউনিয়ন দায়িত্বশিলবৃন্দ। পরে রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ৬নং ওয়ার্ড আমির মহিদুল ইসলামের সভাপতিত্ব করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, হাসিবুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফিজ আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের স্মার্ট টিমের সদস্য সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম।