দর্শনা অফিস
দীর্ঘ ১৫ বছরের শিক্ষকতা জীবনের পথচলা শেষে অবসর গ্রহণ করলেন ঈশ্বরচন্দ্রপুর সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। এছাড়া শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু হাসান বলেন, ইসমাইল হোসেন সিরাজী স্যার শুধু একজন প্রধান শিক্ষকই নন, তিনি একজন আদর্শবান শিক্ষাগুরু। দীর্ঘ ১৫ বছর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তিনি এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানুষ গড়ার কাজে নিজেকে উৎসর্গ করেছেন। তার মতো সৎ, পরিশ্রমী ও আন্তরিক শিক্ষক খুবই বিরল। তার অবসর আমাদের জন্য শূন্যতা তৈরি করবে।
বিদায়ী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমার জীবনের দীর্ঘ সময় এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা এবং অভিভাবকদের আস্থা আমাকে শক্তি দিয়েছে। আমি গর্বিত যে, একজন শিক্ষক হিসেবে পথচলার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। অবসর মানে বিদায় নয়, আমি সবসময় এই বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য দোয়া করে যাব।
দর্শনায় ঈশ্বরচন্দ্রপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সিরাজীর বিদায় সংবর্ধনা
