স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গত সভার কার্যবিবরণী পাঠ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচাল মোঃ মাসুদুর রহমান। সভায় বিসিআইসি সার ডিলার মেসার্স হাবিবুর রহমান কালোবাজারি করে সার বিক্রি করায় তার সারের ডিলারশিপ বাতিলের প্রস্তাব পেশ করা হয়। আগামী অক্টোবর মাস থেকে হাবিবুর রহমানের নামে সার বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে।
সভায় কার্যবিবরণীতে বলা হয়, খরিপ মৌসুমে আমন ধান, সবজি, মাসকলাই ও অন্যান্য ফসলের আবাদ উৎপাদন স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিলারগণকে বরাদ্দ অনুযায়ী সার উত্তোলণপূর্বক নির্ধারিত মূল্যে কৃষকদের বিতরণ করতে হবে। আগস্ট মাসে চুয়াডাঙ্গা জেলায় ৪ হাজার ৫৩৪ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ করা হয়। বর্তমানে ইউরিয়া সার মজুদ আছে ৩ হাজার ৮১৭ মেট্রিক টন। আগস্ট মাসে ১ হাজার ৩৬৯ মেট্রিক টন টিএসপি সারের বরাদ্দ করা হয়। বর্তমানে ৪১৪ মেট্রিক টন টিএসপি সার মজুদ আছে। আগস্ট মাসে জেলায় ২ হাজার ৭৪৯ মেট্রিক টন ডিএপি সারের বরাদ্দ করা হয়। বর্তমানে ১ হাজার ২৬৮ মেট্রিক টন ডিএপি সার মজুদ আছে। আগস্ট মাসে জেলায় ১ হাজার ৬১১ মেট্রিক টন এমওপি সারের বরাদ্দ করা হয়। পূর্বের মাসের সার থাকায় বর্তমানে ১ হাজার ৭০৪ মেট্রিক টন এমওপি সার মজুদ আছে।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মাসুদুর রহমান বলেন, বর্তমানে সারের চাহিদা অনুযায়ী সরবরাহ কম। কৃষকেরা বাংলাদেশে উৎপাদিত টিএসপির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। টিএসপি ও ডিএপি সারের মূল উপাদান ফসফেটের অনুপাত ৪৬ শতাংশ। তারপরেও কৃষকেরা ডিএপি না নিয়ে টিএসপি সার বেশি নিচ্ছে। এতে করে টিএসপি সারের সংকট দেখা দিয়েছে। কৃষকদেরকে সকল প্রকার সার ব্যবহারের পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আগামী অক্টোবর মাস থেকে সাজাপ্রাপ্ত ডিলার হাবিবুর রহমানের সার বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে। তার ডিলারশিপ বাতিলের প্রস্তাব করা হবে। শুধু তাই না, মোবাইল কোর্টের মাধ্যমে যারাই সাজাপ্রাপ্ত হবেন তাদের ডিলারশিপ বাতিলের জন্য প্রস্তাব পেশ করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস অফিসার আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: শাহাবুদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার মো: আনিসুর রহমান, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নুরুল ইসলাম, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, আমার দেশে পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দ্দারসহ বিএডিসি ও বিসিআইসি সার ডিলারগণ।
প্রসংগত শনিবার চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ হাটখোলা বাজারের মেসার্স হাবিবুর রহমানের ম্যানেজার মমিনুল ইসলাম সন্ধ্যা ৭টার দিকে ২৪ বস্তা ইউরিয়া সার বিক্রি করেন। এ ঘটনায় এলাকাবাসী গাড়ীসহ সার আটক করে। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেসার্স হাবিবুর রহমান এর ম্যানেজার মো: মমিনুল ইসলাম কে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১) অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।