কেরু চিনিকলের সোনালী অতীত ফিরিয়ে আনতে পারবে আখ চাষীরা, দর্শনায় সহকারি সচিব মানিক উদ্দীন

দর্শনা অফিস

দর্শনা কেরুজ চিনিকলের ২০২৫-২৬ আখ রোপন মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত ১ সেপ্টেম্বর। এ পর্যন্ত চিনিকলের নিজস্ব ও কৃষকের জমিতে সমানতালে চলছে আখ রোপন কার্যক্রম। লক্ষ্যমাত্রা অর্জনে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সার্বিক দিক-নির্দেশনায় মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া কর্মকতাদের সাথে নিয়ে এ কার্যক্রম বেগবান করতে প্রতি নিয়ত মাঠে মাঠে ছুটছেন। আখচাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানামুখি পদক্ষেপ গ্রহন করেছে চিনিকল কর্তৃপক্ষ।

গতকাল শনিবার বেলা ১১ টার দিকে কেরুজ আকন্দবাড়িয়া নিজস্ব ও সাবেক সভাপতি তৈয়ব আলীর জমিতে আখ রোপন উদ্বোধনকালে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মানিক উদ্দীন বলেছেন, কেরুজ কমপ্লেক্সের ঐতিহ্য চিনি কারখানা। এ অঞ্চলের ঐতিহ্য টিকিয়ে রাখতে কেরুজ চিনিকলের সোনালী অতীত ফিরিয়ে আনতে পারবে এলাকার চাষিরা। সকলে আখচাষের প্রতি আন্তরিক হলে যেমন হারাবেনা ঐতিহ্য, তেমনি চিনিকলটি রক্ষা পাবে। সেক্ষেত্রে আধুনিক প্রযুক্তিতে বেশী বেশী আখচাষের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করতে হবে। মনে রাখবেন চিনিকল বাঁচাতে বেশী বেশী আখ চাষের বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন- কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, মহাব্যবস্থাপনা (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপনা (কারখানা) সুমন কুমার সাহা, ডিজিএম সম্প্রসারণ মাহবুবুর রহমান, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবজোন প্রধান মাহফুজুল আলম রতন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *