স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ’র জন্মদিন আজ

অনলাইন ডেস্ক


আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার। নব্বই দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ক্ষণিকের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এই কিংবদন্তি; রাতারাতি হয়ে ওঠেন পর্দার স্টাইল আইকন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। তার অনুপস্থিতির তিন দশক পেরিয়ে গেলেও এখনও অমর হয়েই আছেন এই নায়ক; তাই তো এই মহান নায়ককে শ্রদ্ধাভরে স্মরণ করেন সকলে।

সালমান শাহর এবারের জন্মদিবসেও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় কোনো কমতি দেখা যায়নি। ভক্তদের পাশাপাশি দেশের সিনেমা অঙ্গনের তারকারাও তাকে স্মরণ করছেন। তাদের একজন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। জন্মদিন উপলক্ষে সালমান শাহকে শ্রদ্ধা জানিয়ে ফটোকার্ড পোস্ট করেছেন; প্রকাশ করলেন প্রিয় নায়কের প্রতি তার আবেগ।

শুক্রবার দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষ অমরত্ব পায় তার দ্যুতিময় কর্মের মাধ্যমে। সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম।’

এরপর নিজেই শাকিব খান পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে মন্তব্য করেন, ‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য! আপনি অমর… এখনো বেঁচে আছেন।’

পোস্টটি দেখে ভক্তরাও আপ্লুত হয়েছেন। তারা মন্তব্য ঘরে সালমান শাহর অমরত্ব স্বীকার করেন, সঙ্গে শাকিব খানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *