পেশাদারিত্বের সাথে দায়িত্ব¡ পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তৎপর চুয়াডাঙ্গা পুলিশ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় শারদীয় দূর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পুলিশ লাইনস্ ড্রিলসেডে অনুষ্ঠিত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার খন্দাকার গোলাম মওলা বলেন, চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ তৎপর রয়েছে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। তাছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (ঈঈওঈ) টিম সার্বক্ষণিক সাইবার পেট্রোলিং সাদা পোশাকে ডিবি ও ডিএসবি মাঠে কাজ করবে। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও পূজামন্ডপে জায়গা এবং কমিটি নিয়ে কোন বিরোধ থাকলে তার সমাধানের ব্যবস্থা করতে হবে। আলমডাঙ্গার ঘোলদাড়ি মন্দির ও চুয়াডাঙ্গার সদরের দৌলাতদিয়াড় মন্দিরে মন্দিরের জমি নিয়ে বিরোধের সমাধান করতে হবে। কোন কোন পূজামন্ডপে প্রতিমা বিসর্জন হবে না তা আগে থেকে পুলিশকে জানাতে হবে। প্রতিমা বিসর্জনের সময় পথ নির্বিঘ্ন রাখতে হবে এবং সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন শেষ করতে হবে। বিদ্যুত চলে গেলে আইপিএস এবং চার্জারের ব্যবস্থা রাখতে হবে, মন্দিরের আশেপাশে রাস্তায় যানজট না তৈরী হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। গভীর রাত পর্যন্ত বিশেষ করে রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত স্বেচ্ছাসেবকসহ অনেকেই ঘুমিয়ে পড়ে, ওই সময় দুর্ঘটনা ঘটতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে পালা করে দায়িত্ব পালন করতে হবে। পূজামন্ডপে যাতে কেউ মদ্যপান করে মাতাল হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না করে সে বিষয় সতর্ক থাকতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায়  মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, ৫টি থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ডিএসবি,  ওসি ডিবি  জেলা জামায়াতের জেলা আমীর এ্যাড. মো: রুহুল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, ইসলামী আন্দোলন বাংলাদেশর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান সজিব, এবি পার্টির জেলা আহবায়ক অলমগীর হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহবায়ক খাজা আমিরুল ইসলাম বিপ্লব, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারন সম্পাদক বিপুল আশরাফ, সময়ের সমীকরণের করণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী উত্তম কুমার দেবনাথসহ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।  চলতি বছরে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় মোট ১১২টি পূজামন্ডপ নির্মাণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *