আলমডাঙ্গা অফিস
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আলমডাঙ্গায় পিসি/এপিসি আনসার ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে এ কার্যক্রম চলে। আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে শতাধিক সদস্য অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলার আনসার ও ভিডিপি জেলা অ্যাডজুট্যান্ট আবুল হাসনাত, মোঃ লতিফুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাজিদুল হক, প্রশিক্ষিকা রওশন আরা খাতুন ও উপজেলা আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার মুক্তার হোসেন। জেলা অ্যাডজুট্যান্ট জানান, প্রাথমিক যাচাই শেষে নিয়ম মেনে উত্তীর্ণদের তালিকা পুলিশ সুপারের কাছে পাঠানো হবে। পরে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। তিনি আরও বলেন, মণ্ডপে দায়িত্ব পালনের জন্য সদস্যদের সুস্থ, সুঠামদেহী ও প্রশিক্ষিত হতে হবে।