মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজে অনার্স প্রথমবর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কলেজের অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ বখতিয়ার উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক হেলাল উদ্দিন, ছাত্র উপদেষ্টা মফিজুল ইসলামসহ কলেজের প্রবীন ও নবীন শিক্ষার্থীবৃন্দ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নাজমুল ইসলাম এবং ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক নাজনীন সম্পা।
প্রধান অতিথি শেখ বখতিয়ার উদ্দিন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদের মতো শিক্ষার্থীদের নেতৃত্বেই ২৪ এর গণঅভ্যুত্থান ঘটেছে, আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। তোমরা লেখাপড়া করে মানুষের মত মানুষ হবে। কিন্তু সমাজের এক শ্রেণির মানুষ আছে তাদের ক্ষোভ এবং কষ্ট শুধু শিক্ষকদের প্রতি এবং অন্যান্য সমস্যার প্রতি দৃষ্টি না দিয়ে শুধু তারা শিক্ষকদের বিরুদ্ধে বলছেন এটা ভালো লক্ষণ নয়। তোমরা লেখাপড়া করবে শিক্ষক গুরুজন, তাদেরকে সম্মান করবে। আমাদের যে কোন ক্রটি বিচ্যুতির বিরুদ্ধে কথা বলবে। আগামীতে তোমাদের নেতৃত্বেই একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে বিশ্বাস করি। আলোচনা সভা শেষে একটি কলম ও ফুল দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।