মেহেরপুর অফিস
জামিন শেষে ফেরার পথে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক আসামীকে অপহরণ করে নিয়ে যাবার পথে ধরা পড়লো বাদী পক্ষরা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে মেহেরপুর জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
এ সময় মামলায় জামিন পাওয়া আসামী নুরুজ্জামানকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেয় তারা। খবর পেয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া নামক স্থান থেকে ঢাকা মেট্রো-চ-৫৩-৮২০০ নম্বরের মাইক্রোবাসটিতে অপহৃত নুরুজ্জামানসহ ১০ জনকে আটক করা হয়। তাদের মেহেরপুর সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে।
আটকৃত হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের লিটল হোসেন (৪২), জোড়পুকুরিয়া গ্রামের মিঠুন আলী (৩২), জিয়ারুল ইসলাম (৪৫), রামদেবপুর গ্রামের পারভেজ মোস্তাক (৫১), আসাদুল ইসলাম(৪৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের জিন্নাত হোসেন (৩২), সাপাত আলী (৫০), রাজ্জাক (৬৫), পরাগপুর বীরগাছী গ্রামের শিপলু (৪৫) ও মাইক্রোবাস চালক হোসেন আলী(২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালত চলাকালীন সময়ে কিছু ব্যক্তি একজনকে বেদম প্রহার করে আদালত চত্বরের থাকা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় কিছু ব্যক্তি তাদেরকে ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয়। উক্ত ব্যক্তিদের চেনে না বলে জানিয়েছে স্থানীয়রা।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন, অপহরণের খবর পেয়ে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া নামক স্থান থেকে মাইক্রোবাসসহ অপহরণকারী ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।