জীবননগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জীবননগর অফিস 

জীবননগরে গলায় ওড়না পেঁচিয়ে লাবনী আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বিশ্বাস পাড়ায় শশুর বাড়িতে আনুমানিক ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে। তার ঘরে লাবিবা নামের চার বছরের কন্যা সন্তান রয়েছে। তার স্বামী জলিল উদ্দিন (২৮) একই গ্রামের রেজাউল ইসলামের পুত্র। তিনি একজন মালয়েশিয়ান প্রবাসী। সে ১৪ দিন আগে বাংলাদেশে এসেছেন।সম্পর্কে তারা আপন খালাতো ভাই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাবনী খাতুন হরিহরনগরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি মহেশপুর থানার কুসুমপুর গ্রামের রেজাউল ইসলামের কন্যা।এরপর তার স্বামী জলিল মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসলে তারা সুখে শান্তিতে সংসার করছিল। পরবর্তীতে রবিবার রাতে তারা খাওয়া-দাওয়া করে ঘরে শুয়ে ছিল। এরপর স্বামীকে ঘুমন্ত অবস্থায় রেখে আনুমানিক ভোর ৪টার দিকে লাবনী খাতুন পাশের ঘরে বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার শাশুড়ি লাবনীর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আত্মচিৎকার দিলে তার স্বামী ও পাড়া-প্রতিবেশী ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে প্রতিবেশীরা আরো জানান, সম্পর্কে তারা আপন খালাতো ভাই বোন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন ঝগড়াঝাঁটি বা কথা কাটাকাটি হয়নি। ছোট কন্যা সন্তানকে নিয়ে তাদের সংসার জীবন ভালোই চলছিল।তবে কি কারণে লাবনী আত্মহত্যা করল সেটা এখনো কেউ জানে না। এদিকে লাবনীর মৃত্যুর খবর শুনে তার স্বামী জলিল উদ্দিন জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা সহ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। এছাড়াও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *