উথলী প্রতিনিধি
জীবননগর উপজেলার উথলী হাফিজিয়া মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার সময় মাদ্রাসা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন, শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ হামজার আলী, সদস্য শহিদুল হক পবন, আব্দুস সালাম জয়, প্রধান শিক্ষক হাফেজ সুলতান আহমদ, নূরানী বিভাগের শিক্ষক মাওলানা আতিয়ার রহমান, সহকারী শিক্ষক হাফেজ আবুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অভিভাবক সমাবেশ শেষে অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।