স্টাফ রিপোর্টার
বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১০ জন নারী ও পুরুষকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাত ৫টার দিকে মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। এছাড়াও বিজিবি পৃথক আরো ৪টি অভিযান চালিয়ে ভায়াগ্রা, মদ ও ফেন্সিডিল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার ৬১/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর হালদার পাড়া গ্রামের বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ৯টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার ৭৫/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে সুবেদার মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার ৭১/২-এস হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামে সুবেদার মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও গতকাল শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে জীবননগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার ৬২/২-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ উবায়দুল্লাহ্ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপরদিকে গতকাল শনিবার ভোর রাত ৫ টার দিকে খোশালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে ১৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ শফি উদ্দীনের বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ গোলাম মাওলার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১০ জন বাংলাদেশীকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। আটক পুরুষ খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়িয়া গ্রামের আশারেফ মোল্লার ছেলে মিন্টু মোল্লা ( ৪৩)।