আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভায় উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন। তিনি নির্বাচনী কার্যক্রমে গুরুত্বারোপ করে বলেন, কর্মী বৃদ্ধি ও নিয়মিত বৈঠকের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম। উপজেলা সেক্রেটারি মামুন রেজা সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সম্পাদক তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি আলহাজ মেহেদী হাসান, মোহাম্মদ আলীসহ ইউনিয়ন শাখার আমীর ও সেক্রেটারিগণ।