কেডিকে প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি বজলুর রহমান টুটু, কেডিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিউল আলিম, সাধারণ সম্পাদক রফিউল আলিম, জয়েন্ট সেক্রেটারী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান এছাড়াও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর শুকুর, সহ-সভাপতি ছকুল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ সম্পাদক হাফিজুর রহমান, হালিম বিশ্বাস, আব্দুল হান্নান মন্ডল, আনেছুর রহমান বাবলু, মিলন শাহ, আবু সামা টোকন, ইয়ামিন হোসেন, মিঠুন, আলামিন, হাসেম আলী, স্বেচ্ছাসেবক দল ফারুক হোসেন, জুয়েল রানা, বোরহান উদ্দিন, ছাত্র দল রাজন আহমেদ প্রমুখ। এছাড়াও মহিলা দল কৃষক দল শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর হামলা মামলা পুলিশের ভয়ে আমাদের বিএনপির কোন নেতা ঘরে ঠিক মতো ঘুমাতে পারেনি। এছাড়াও আমাদের দলিয় কর্মকান্ড ঠিক মতো করতে পারেনি। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান।