স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় খেজুরা গ্রামে নির্বাচনী সমাবেশে চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেছেন বাংলাদেশের মানুষ হানাহানি আর জুলুম পছন্দ করে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় খেজুরা গ্রাম আয়োজিত খেজুরা গোরস্থান পাড়ায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, মাদক থেকে আমাদের সন্তানদের শিশুকাল থেকে দূরে রাখতে হবে। এইজন্য প্রয়োজন তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া। জুলাই বিপ্লবের পর মানুষ আর অতীতে ফিরে যেতে চাচ্ছে না । আমরা দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে চায়। আমাদের প্রতিশোধের রাজনীতি থেকে বেড়িয়ে আসতে হবে। সৎ নেতৃত্বের বিকল্প এই বাংলাদেশে নাই।
বেলা ৪ টা হতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন সুবদিয়া, হোগলডাংগা, নিমতলা গ্রামে গণসংযোগ করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আমীর মাওলানা বিলাল হোসাইন, পৌর আমীর আ্যড. হাসিবুল ইসলাম, সদর উপজেলার সেক্রেটারী গোলাম রসুল, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আলীনূর বিশ্বাস,পদ্মবিলা ইউনিয়ন আমীর আসমান আলী, শংকরচন্দ্র ইউনিয়ন আমীর মাওলানা আশাদুল হক প্রমুখ। ওয়ার্ড সভাপতি মোঃ আলী আকবর জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সভা পরিচালনা করেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি আশিকুল ইসলাম।