নির্মাণ কাজ শেষ না হতেই ভাঙ্গন
আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার কুমারী গ্রামের সেমি পাকা রাস্তা কাজ শেষ না হতেই ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জানা গেছে, দীর্ঘদিন যাবত কুমারী গ্রামের মালিথাপাড়ার গুরুমন্ডলের বাড়ি থেকে আহার আলীর বাড়ি পর্যন্ত কাচা রাস্তাটি একটু বৃষ্টি হলেই পানি বেঁধে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতো এলাকাবাসী।
তাই দুই মাস আগে ওই ওয়ার্ডের মেম্বার সুখ চাঁদ আলীর নেতৃত্বে ১২০ ফিট রাস্তা নির্মাণ করা হয়। ফিলিং বালি ফেলে উপরে ইট দিয়ে কোন রকমে তড়িঘড়ি করে হেড়িং রাস্তাটির কাজ সম্পন্ন করেন। চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি হওয়ার সাথে সাথে রাস্তাটির কয়েক জায়গায় ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।